ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


৮ সেপ্টেম্বর ২০১৮ ০২:০০

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পৌলী রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হবে।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, কালিহাতি উপজেলার পৌলী রেল লাইনের পাশে শুক্রবার দুপুরে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ পড়ে ছিল। পরে স্থানীয়রা খবর দিলে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

তিনি আরও জানান, মরদেহটির ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা।

একেএ