গাজীপুরে সাইল্যান্ট হ্যান্ডস সাপোর্ট’র উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

গাজীপুরের জয়দেবপুরে অস্ট্রেলিয়া ভিত্তিক বে-সরকারী সাহায্য সংস্থা ”সাইল্যান্ট হ্যান্ডস সাপোর্ট”এর উদ্যোগে ক্ষুর্ধাত ৩’শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে সাইল্যান্ট হ্যান্ডস সার্পোট এর পক্ষে খাবার বিতরণের আনুষ্ঠানিকতা শুরু করেন সংগঠনটির চেয়ারম্যান শরীফ মোহাম্মদ।
সবাইকে পর্যাপ্ত খাবার দেয়া হয় জানিয়ে তিনি বলেন, এ কর্মসূচি আমাদের হৃদয়ের মধ্যে বেঁধে গেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যারা আছি সবাই মিলে তাদের মুখে খাবার তুলে দেব। সাইল্যান্ট হ্যান্ড সাপোর্ট বরাবরের মত এ ধরনের কর্মসূচি সব সময় চালু রাখবে।
সেচ্ছাসেবক নাহিদ, আদনান, রফিক, রাশেদ, সুমাইয়াসহ অন্যান্যরা জানান, আমরা সাইল্যান্ট হ্যান্ডস সার্পোট এর পক্ষে এখানে সবাই সেচ্ছাসেবক হিসেবে কাজ করি। মানবিক কারণেই আমরা এ কাজটি করে আসছি। তারা সবাই অসহায়, তাদের মুখে খাবার তুলে দেয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের।
এ বিষয়ে সংগঠনটির চেয়ারম্যান জানান, দীর্ঘদিন ধরে এ খাবার বিতরণ করে আসছেন তারা। তাদের উদ্দেশ্য হলো এসব দুস্থদের মাঝে মানসম্মতভাবে খাবার পরিবেশন করা।
এ সময়, উপস্থিত ছিলেন সংগঠনটির সেচ্ছাসেবী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, সাইল্যান্ট হ্যান্ডস সার্পোট বরাবরই গরীব-অসহায় ও দুস্থদের সাহায্য করে আসছে। ভবিষৎতে আরো বড় পরিসরে তাদের কর্মসুচী চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠন সংশ্লিষ্টরা।
নতুনসময়/আইএ