ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


নেত্রকোনায় কৃষি  প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন মৎস ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী


১ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:২৩

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (এমপি)

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, কৃষিতে  বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণতা অর্জণ করেছে,  কৃষি স্বয়ং সম্পূর্নতার  পাশাপাশি অচিরেই মৎস্য সম্পদ এবং প্রাণিসম্পদেও আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জণ করব। সেই লক্ষ্যে সরকার কাজ করছে, এজন্য আমাদেরও এক সাথে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি ) দুপুরে নেত্রকোনা জেলা কৃষি অধিদপ্তর আয়োজিত এবং নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে চার দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পৌর মেয়র  আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুমনা আল মজীদ প্রমুখ।

/এ আই