ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


দুই গ্রুপের গোলাগুলিতে ডাকাত নিহত


৩০ জানুয়ারী ২০১৯ ০০:৩২

ফাইল ছবি

ফেনীতে ডাকাত দলের দুই গ্রুপের গোলাগুলিতে কষাই বাবুল (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

গতকাল সোমবার (২৮জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে ফেনী শহরতলীর দেওয়ানগঞ্জ রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই দিন রাতে দেওয়ানগঞ্জ এলাকায় ডাকাত দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা চলে গেলেও একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত বাবুলের বাড়ি ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া এলাকায়। তার বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
/আনু