ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


অটোরিক্সার চাপায় ট্রাক চালক নিহত


২৯ জানুয়ারী ২০১৯ ০৪:৩৫

ফাইল ছবি

রাজধানী শ্যামপুরে ট্রাক থেকে নামার পর অটোরিক্সার চাপায় ট্রাক চালক আব্বাস আলী(৫৪) নিহত হয়েছে।

সোমবার (২৮জানুয়ারী) দুপুরে এ ঘটনাটি ঘটে।

মৃতার ভাই জয়নাল শেখ জানান, সোমবার দুপুর সাড়ে ১২টায় শ্যামপুর থানাধীন জুরাইন রেল গেইট সংলগ্ন এলাকায় ট্রাক থেকে নামার পর পিছন থেকে আসা অটোরিক্সা চাপায় দিলে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় ছেলে রনি ও এস আই হাফিজ উদ্দিন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টায় মৃত ঘোষনা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোঃবাচ্চু মিয় জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। আব্বাস আলী (৫৪) ট্রাক চালক। পিতাঃ মৃতঃ আঃ রশিদ শেখ। সাং হাসরা। থানাঃ শ্রীনগর। জেলাঃ মুন্সীগন্জ। বর্তমানে তারা ২০ নং পশ্চিম জুরাইন হাজী জয়নুল আবেদীন রোড আই জি গেইট শ্যামপুর ঢাকা পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।
/আনু