ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজন


২৯ জানুয়ারী ২০১৯ ০৩:৪০

ছবি-নতুন সময়

'পুলিশকে সহায়তা করুন, পুলিশ সেবা গ্রহন করুন' স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে,পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে ও নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। এদিন উপজেলার বানেশ্বর কলেজ মাঠ থেকে এক বিশাল র‌্যালির আয়োজন করেন রাজশাহী জেলা পুলিশ।

র‌্যালিটি ঢাকা- রাজশাহীর মহাসড়কের বানেশ্বর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ট্রাফিক মোড় চত্তরে এসে সংক্ষিপ্ত বক্ত্যবের মধ্যে দিয়ে শেষ হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (এমপি) ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী ৫ (পুঠিয়া-দূর্গাপুর) সংসদ সদস্য ডা. মনসুর রহমান ও জেলা প্রসাশক এসএম আ: কাদের।

ছবিঃ নতুন সময়

রাজশাহী জেলা পুলিশ সুপার মো: শহীদুল্লাহ (পিপিএম) এর সভাপতিত্বে, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, সিনিয়র পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, ওসি শাকিল আহমেদ, ওসি মোতালেব,ওসি নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নগরীতে যানজট কমানোর জন্য অটোরিক্সা দুই রংয়ের করা হবে। একদিন এক রংয়ের চললে পরের দিন অন্য রংয়ের অটোরিক্সা চলবে। এ ছাড়া বেশ কিছু রাস্তা একমুখী করা হবে। র‌্যালীতে উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি সদর তানভীর হায়দার চৌধুরী, ডিসি বোয়ালিয়া আমির জাফর, ডিসি শাহমখদুম হেমায়েতুল ইসলাম, ডিসি মতিহার সাজিদ হোসেন, ডিসি কাশিয়াডাঙ্গা জয়নুল আবেদিন, ডিসি ট্রাফিক অনির্বান চাকমা, ডিসি পিওএম সাইফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম, বোয়ালিয়া ডিভিশনের এডিসি আব্দুর রশিদসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

/এটিএম