মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

মালনী শ্মশান কালী মন্দিরে ৪ টি প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোণা শহরে।
সদর থানার এসআই ত্রিদীপ কুমার বীর জানান, মন্দিরের পূজারি জগদীশ বর্মণ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে মূর্তি ভাঙচুরের অভিযোগ করেন।ওই মন্দিরের কালি, যোগিনী, ডাকিনী ও মহাদেব প্রতিমা ছিল
জানা যায়, জগদীশ বর্মণ রাতে পূজা দেন। সকালে তিনি মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুর দেখতে পান।
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা তদন্তের পাশাপাশি ভাঙচুরে জড়িতকে গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। ইতোমধ্যে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া থানায় দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মঙ্গল সাহা প্রতিমা ভাঙচুরকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এসএমএন