যশোরে যুবলীগের নেতা মেহবুব গুলিবিদ্ধ

দুর্বৃত্তদের গুলিতে জখম হয়েছেন যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব রহমান ম্যানসেল (৩০)। তার বাম পায়ে গুলি করা হয়েছে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
রবিবার (২৭ জানুয়ারি) গভীর রাতে শহরের ষষ্টীতলাপাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলির পর ম্যানসেলকে তারা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘রাত দুইটার দিকে আমরা খবর পাই- ষষ্টীতলাপাড়া এলাকায় দু’পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ম্যানসেলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেই।’
তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।’
এদিকে যশোর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক সার্জন আব্দুর রউফ জানান, আহতের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা না দেওয়া হলে তার পা রক্ষা করা যাবে না বলে আশঙ্কা করছেন চিকিৎসারা।
/আনু