ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


ভুয়া র‌্যাব চক্রের ৪ সদস্য আটক


২৮ জানুয়ারী ২০১৯ ০৬:৪৮

ছবি নতুন-সময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৪ জন ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাপিড আ্যকশন ব্যটালিয়ন,র‌্যাব । শনিবার রূপগঞ্জ উপজেলার ইসলামবাগ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রূপগঞ্জ উপজেলার মুর্তোজাবাদ এলাকার মোঃ মাসুদ মিয়ার পুত্র মোঃ আতিকুর রহমান(২৫), একই এলাকার মোঃ মোজাম্মেলের পুত্র মোহাম্মদ রাব্বি(২৩) ও আবু মিয়ার পুত্র নাজমুল হোসেন(২৪) এবং শিমলার এলাকার মোঃ সাইফুল ইসলামের পুত্র সোহান ভুঁইয়া রাফি(২৩)।

সংবাদ সম্মেলনে র‌্যাব ১-এর কার্যালয়ে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সুজয় সরকার বলেন, আটক করা ভুয়া র‌্যাব চক্রের সদস্যরা বিভিন্ন পর্যটনকেন্দ্র থেকে নিরীহ মানুষদের আটকে তাদের কাছে থাকা মালামাল ছিনিয়ে নিত।শনিবার ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আতক করা হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

তিনি আরো জানান, আটককৃতদের কাছ থেকে ১টি পিস্তল,২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি,২টি মোটরসাইকেল এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে