ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


সাপুড়ে সেজে ইয়াবা পাচার, অতঃপর...


২৬ জানুয়ারী ২০১৯ ০৭:০১

সাপুড়ে সেজে সাপের বক্সে করে ইয়াবা পাচারের সময় আবুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। শুক্রবার সকালে নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার আবুল হোসেন ঢাকা জেলার সাভারের কাঞ্চনপুর এলাকার আনু মিয়ার ছেলে।

কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, সাপ রাখার বক্সে করে আবুল হোসেন টেকনাফ থেকে ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনার তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওসি বলেন, আবুল হোসেনকে আটকের পর বাক্সে সাপের চামড়া, তন্ত্র-মন্ত্রের হাড়, তেলসহ বিভিন্ন জিনিস পাওয়া যায়। সে নিজেকে সাপুড়ে দাবি করে ছেড়ে দেওয়ার অনুরোধ জানাতে থাকে। একপর্যায়ে সাপের বাক্সের তলা কেটে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।