সিরাজগঞ্জের বিএনপির পৌর সাবেক মেয়র গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া নাশকতার মামলায় পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২২জানুয়ারী) ভোররাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান জানান, নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আটক বিএনপি নেতা বেলাল হোসেন উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতী মহল্লার বছির উদ্দিনের ছেলে ও উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র।
/আনু