টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে টাঙ্গাইলের বেপারীপাড়ার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, গত জুলাইয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় ফরহাদ ইকবালকে আসামি করে মামলা হয়। পরে গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই মামলায় তাকে গ্রেপ্তার করে।
আইএমটি