ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


আড্ডারুদের ভালোবাসায় সিক্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী


১৯ জানুয়ারী ২০১৯ ০৪:২৬

নেত্রকোণা বন্ধু আড্ডার অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নেত্রকোনা পৌর ভবনের সামনে গত ১৭জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে নেত্রকোণা বন্ধু আড্ডার পক্ষ থেকে মৎস্য কেক কেটে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু-কে বরণ করেন আড্ডারুরা। এই আড্ডার প্রধান আড্ডারু ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

আড্ডারুদের ভালোবাসা জ্ঞাপন অনুষ্ঠানে সাইফুল্লাহ ইমরানের সঞ্চালনায় বিভিন্ন বয়সের আড্ডারুরা তাদের মত প্রকাশ করেন,তারা বলেন আড্ডা থেকে ভালো কিছু যে হয় তার এক বড় প্রমান আমাদের খসরু ভাই, তিনি সময় পেলেই এই আড্ডায় চলে আসতেন এবং সময় কাটাতেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন আমি তোমাদের ভালোবাসায় অভিভূত, আমি সময় পেলে তোমাদের আড্ডায় আসতাম আসবো কিন্তু এখন সময় কম পাবো, তবুও সময় পেলে আসবো এবং আশা করি এই আড্ডা থেকে ভালো কিছুর আবির্ভাব হবে।

এসময় তিনি আরও বলেন, আমি আশা করবো যেকোনো যায়গায় আড্ডা হোক তবে আড্ডা হতে হবে মাদক মুক্ত, জুয়া মুক্ত তাহলেই আসবে আড্ডার সার্থকতা।       

এই আড্ডায় আরো উপস্থিত ছিলেন মিসেস দ্বীনা আশরাফ সহ বিভিন্ন আড্ডারুদের মিসেস। পাশাপাশি আরও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক ও পুলিশ সদস্য সহ আরো অনেকেই।