ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


মেঘনা নদীতে ২০ শ্রমিকের সন্ধান এখনো পাওয়া যায়নি


১৮ জানুয়ারী ২০১৯ ০৬:০৫

ছবি সংগৃহিত

মুন্সীগঞ্জের মেঘনায় নদীতে ডুবে যাওয়া ট্রলারের ২০ শ্রমিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। শনাক্ত করতে পারিনি ট্রলারটিকেও।

গত সোমবার গভীর রাতে ঘটে যাওয়া মুন্সীগঞ্জ সদরের চর ঝপটার কাছে একটি মাটিকাটা ট্রলারকে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকার ধাক্কা লাগলে ৩৪ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। সে সময় ১৪ শ্রমিক সাঁতার কেটে তীরে উঠে। কিন্তু নিখোঁজ রয়ে যায় ২০ শ্রমিক।

এর আগে উদ্ধার অভিযান শুরু করা হলেও ট্রলারটি শনাক্ত করতে না পেরে সে সময় বিকেল ৫টার অভিযান সমাপ্ত করা হয়।আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করা হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহম্মেদ বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এখনও ট্রলার শনাক্ত করা যায়নি।

এদিকে বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর মোজাম্মেল হক জানিয়েছেন, পিনপয়েন্টের জন্য ঢাকা থেকে আরও ইকোইপমেন্ট আনা হচ্ছে। আমরা নদীর নিচে একটি ইমেজ পেয়েছি। নৌবাহিনীর উন্নত মানের জাহাজ আসছে। এটি আসলে আমরা পুরোপুরি নিশ্চিত হবে পারব।

নিখোঁজ ২০ শ্রমিকের মধ্যে ১৭ জনের বাড়ি পাবনার ভাঙ্গুরা উপজেলার খানমরিচ ইউনিয়নে পাশাপাশি তিন গ্রামে। তাদের মধ্যে শুধু মুন্ডুমালা গ্রামেরই রয়েছেন নয়জন। এছাড়া দাসমরিচ গ্রামের ছয়জন ও চন্ডীপুর গ্রামের দুইজন রয়েছেন। ট্রলার ডুবির খবর পেয়ে ওই তিন গ্রাম জুড়ে চলছে শোকের মাতম।