খ্যাতিমান সাংবাদিক আমানুল্লাহ কবীরের দাফন সম্পন্ন

জামালপুরের মেলান্দহে খ্যাতিমান সাংবাদিক আমানুল্লাহ কবীরের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে রেখিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক ও রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
বৃহস্পতিবার (১৭জানুয়ারী) বেলা ১১টায় জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি ইউনিয়নের রেখিরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টুয়েন্টিফোরের জ্যেষ্ঠ সম্পাদক প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। বুধবার রাতে তার মরদেহ জামালপুর জেলার মেলান্দহ ইউনিয়নের রেখিরপাড়া গ্রামের নিজ বাড়িতে নেয়া হয়।
মৃত্যুকালে আমানুল্লাহ কবীর স্ত্রী, তিন ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
/আনু