ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত


৭ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৭

গাজীপুরের কাপাসিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক (৩৬) নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়েদ ইউনিয়নের হাইলজোর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানান, ভোরে মৃত অবস্থায় পুলিশ ওই যুবককে আনা হয়। নিহতের মাথায় ও বুকে গুলির চিহ্ন রয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, হাইলজোর ভূলেশ্বরটেক এলাকায় গুলির শব্দ শুনে পুলিশের টহল টিম এগিয়ে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরআইএস