ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


নেত্রকোনায় বাস ডোবায় পড়ে ১৫ জন আহত


১৩ জানুয়ারী ২০১৯ ০৬:১২

ফাইল ছবি

নেত্রকোনায় বাস ডোবায় পড়ে ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার(১২জানুয়ারি) বেলা ১২ টায় মদন থেকে নেত্রকোনা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস(ঢাকা মেট্রো চ- ৭৭০৯) উল্টে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের সাল্কী মাটিকাটা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ডোবায় পড়ে উল্টে যায়। খবরপেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের এ্যাম্বুলেন্স দিয়ে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়।

এব্যাপারে আটপাড়া থানার উপপরিদর্শক আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও আমাদের উদ্ধার অভিযান চলছে। আহত ১৪/১৫ জনকে এখন পর্যন্ত হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় নেত্রকোনা মডেল থানা পুলিশ ও উদ্ধার অভিযানে অংশ নেয়।

নতুনসময়/ইমন/ইমরান