ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া যানজট স্থায়ী না হলেও গাড়ির গতি কম থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নির্মাণাধীন দ্বিতীয় গোমতী, মেঘনা ও কাঁচপুর সেতুর কারণে এ মহাসড়কে যানজট নিত্যদিনের ঘটনা। মঙ্গলবার রাত থেকে মেঘনা সেতুর উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়ে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতু পর্যন্ত এ যানযট।এদিকে হাইওয়ে পুলিশ বলছে অতিরিক্ত যানবাহন পাশাপাশি অনেকগুলো এলোপাতাড়ি চলার কারণে গতকাল মঙ্গলবার থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলোপাতাড়িও অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে গতকাল মঙ্গলবার সকালে গজারিয়ার মেঘনা এলাকা থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিত স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছে পুলিশ।