ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


প্রথম আলোর সাংবাদিক খোকন আর নেই


১০ জানুয়ারী ২০১৯ ০২:০৩

এনামুল হক

দৈনিক প্রথম আলো পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য এনামুল হক খোকন আর নেই।

তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের প্রথম জানাযা নামাজ বিকেল ৩টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হবে। এরপর তাকে তার গ্রামের বাড়ি শাহজাদপুর নেয়া হবে।

তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী, সিরাজগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর উল্লাপাড়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক এনামুল হক খোকন।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিনই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।