মাগুরায় ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত
-2019-01-08-19-00-53.jpg)
মাগুরায় মঙ্গলবার বিকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের নোমানী ময়দানে এ খেলা অনুষ্ঠিত হয়।
মাগুরাসহ পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার কয়েরগাছী গ্রামের স্বর্পরাজ টনি মন্ডলের নেতৃত্বে লিটন সরকার, সোহেলসহ দলের অন্যান্যরা নেচে গেয়ে সাপ খেলা দেখানোর পাশাপাশি গান পরিবেশন করে দর্শকদের আনন্দ দেন। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে নোমানী ময়দানে প্রচুর মানুষের ভীড় জমে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আক্তারুন্নাহার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।