ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


চট্টগ্রামে বস্তিতে আগুন


৭ সেপ্টেম্বর ২০১৮ ০১:৩৮

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আসকার দীঘির পশ্চিম পাড়ের একটি বস্তিতে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সিফেন্স আগ্রাবাদের অপারেটর শাহিদুর রহমান বলেন, কোতোয়ালী থানাধীন আসকার দীঘির পশ্চিম পাড়ের একটি বস্তিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি।

একেএ