ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বেনাপোল সিমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার


৮ জানুয়ারী ২০১৯ ০৫:৪৪

বেনাপোল সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

সোমবার সকালে বেনাপোল সীমান্তের অভায়বাস মাঠ থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপন তথ্যে জানা যায়, সীমান্ত পথে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান দেশে আসছে। পরে বিজিবি সদস্যরা সীমান্তে টহল বাড়িয়ে দেয়। এক পর্যায়ে ওই চোরাচালানীরা ভারত সীমান্তবর্তী এলাকা পাচভুলোট গ্রামের মাঠ অতিক্রম করার সময় তাদের ধাওয়া করলে মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উদ্ধার হওয়া ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

নতুনসময়/আয়ুব