ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


বজ্রপাতে যুবক নিহত


৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৩

খুলনার পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর এক যুবক। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আল-আমিন (২৫)। তিনি উপজেলার কমলাপুর গ্রামের মোবারক গাজীর পুত্র। এ দুর্ঘটনায় আহতের নাম হাফেজ উদ্দীন গাজী।

স্থানীয় কলেজ পরিদর্শক আব্দুর রউফ বলেন, আল-আমিন ও হাফেজ উদ্দীন মঙ্গলবার বিকালে বিলে ধান রোপণ করছিলেন। এ সময় কয়েক দফা বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই আল-আমিন নিহত ও হাফেজ উদ্দীন আহত হয়।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

একেএ