স্বর্ণের বার আত্নসাতের অভিযোগে দুই এএসআইসহ আটক-৪

শার্শায় স্বর্ণ আত্নসাতের অভিযোগে দুই সহোদর এএসআই প্রাইভেট কারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২ টার সময় যশোরের নাভারন সাতক্ষীরা মোড় থেকে তাদেরকে ২টি স্বর্নের বার সহ আটক করা হয়।
আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা থানার এ এস আই মামুন রেজা (৪৫)একই জেলার কলারোয়া থানার এ এসআই ইছাহক হোসেন (৪২)। স্বর্ণ পাচারকারী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার দুদু মিয়ার ছেলে অসীম (৩২)ও এ এসআই মামুন রেজার পুত্র আশিক রেজা ( ৩২)।
শার্শা থানার ভারপ্রাপ্ত ( তদন্ত) কর্মকর্তা তাসমিম হোসেন তুষার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার নাভারণ সাতক্ষীরা মোড়ে স্বর্ন পাচারকারী অসীমের নিকট থেকে এএসআই মামুন ও তার ভাই এএসআই ইছাহক স্বর্ণ কাড়াকাড়ির সময় শার্শা থানার এসআই আনোয়ার স্বর্ণ পাচারকারী সহ ঐ দুই পুলিশ সদস্যকে আটক করে। এ সময় তারা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয়। এরপর তাদের দুইভাই পাচারকারী ও প্রাইভেটকারের চালক গাড়ীসহ মামুনের ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় এনে নিশ্চিত হয় তারা পুলিশ সদস্যর লোক।
তিনি আরো বলেন, পুলিশ সদস্য দুই সহোদর স্বর্ণের বার দুটি আত্মসাতের জন্য এসেছিল এটা প্রাথমিক তদন্তে তারা নিশ্চিত হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় মামলা প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।