রাজশাহীর মোহনপুরে বিএনপি কর্মীদের গুলিতে আওয়ামী লীগ কর্মী নিহত

রাজশাহীর মোহনপুরে পাকুড়িয়ায় বিএনপি কর্মীদের গুলিতে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম মেরাজুল ইসলাম। সে পাইকপাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। রোববার সকাল ১০টার এ ঘটনা ঘটে। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা সকাল ১০টার দিকে বিএনপি কর্মীরা সশস্ত্র অবস্থায় কেন্দ্র হামলা চালাতে আসলে প্রথমেই আওয়ামী লীগ কর্মীরা বাধা দেয়। এ সময় বিএনপি সশস্ত্র কর্মীরা তাদের লক্ষ্য করে এলাপাথাড়ি গুলি করে। এ সময় মেরাজুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুলিবিদ্ধ হন আরও ৪/৫ জন আওয়ামী লীগ কর্মী।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। আহতদের চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নতুনসময়/আইএ