বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা

কুমিল্লা নাঙ্গলকোটে বাচ্চু মিয়া (৪৮) নামে এক বিএনপি কর্মীকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে-১০ আসনে এ ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা গেছে,বরতলী ইউনিয়নের মুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত বাচ্চুকে
হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বত্তরা। পরে নাঙ্গলকোট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ উঠেছে।
ত্র ঘটনার সত্যতা বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, হামলাকারীদের শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।