ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ফেনিতে যুবদল নেতার বাড়ির পাশ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


৩০ ডিসেম্বর ২০১৮ ০০:১২

প্রতিকি

ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের বাড়ির পাশ থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।অভিযানে ১০টি অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব অস্ত্রের মধ্যে আটটি বিদেশি অস্ত্র, একটি পাইপগান, একটি শটগান ও ৩০ রাউন্ড গুলি রয়েছে।

শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার উত্তর চর চান্দিয়া গ্রাম থেকে র‌্যাবের সদস্যরা এসব অস্ত্র উদ্ধার ও গোলাবারুদ উদ্ধার করে।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনায় দুর্বৃত্তরা অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব।