ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


শৈত্যপ্রবাহে কাঁপছে রাজশাহী


২৯ ডিসেম্বর ২০১৮ ২৩:৫৫

রাজশাহীতে শৈত্য প্রবাহ

রাজশাহীতে শুরু হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ।শনিবার সকাল নয়টা পর্যন্ত রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। দিনভর বয়ে যাওয়া হিমেল হাওয়ায় মানুষ অনেকটাই কাবু। বিশেষ করে বদ্ধ বয়স্করা তীব্র শীতে কষ্ট ভোগ করছেন। সন্ধ্যার পর বাজারঘাট ফাঁকা হয়ে যাচ্ছে ।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, গতকাল শুক্রবার দেশের এবং মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়। সারাদিনই হিমেল হাওয়া বইতে থাকে। আকাশ ছিল মেঘমুক্ত পরিষ্কার। তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, এর আগের দিন রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় দশমিক সাত ডিগ্রি এবং বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিনে শীতের মাত্রা আরো বাড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।