ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


শরিয়তপুরে বিএনপি প্রার্থী ওপর হামলা


২৫ ডিসেম্বর ২০১৮ ০৩:৫২

ছবি সংগৃহীত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর-৩ হামলায় গুরুতর আহত হয়েছেন । এরপর অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায় । তাকে ঢাকায় আনা হচ্ছে ।

আজ সোমবার সকালে গোসাইরহাট উপজেলার হেলিপ্যাডের কাছে তার ওপর হামলা হয় । তিনি অভিযোগ করেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা এ হামলা করেছেন । তারপর সেখানে আতঙ্ক বিরাজ করছে ।তাদের নেতাকর্মীদেরকে হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা দেয়া হচ্ছে ।


তিনি তারেক রহমানের একান্ত সচিব ছিলেন । বিএনপির নেতা বলেন , তার মনোনয়নে এলাকায় বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে । তার মাধ্যমে শরিয়তপুরে বিএনপিকে শক্তিশালী করেছেন ।

এখানে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান সাংসদ নাহিম রাজ্জাক । বাবার মৃত্যুর পর ২০১৪ সালের বিনাভোটে সংসদ সদস্য নির্বাচিত হন ।