উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী 'সীমান্ত এক্সপ্রেস' ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে । যে কারণে উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহী, ঢাকা ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ আছে। এ ঘটনা ঘটে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে।
তথ্যটি নিশ্চিত করেছেন সান্তাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। তিনি বলেন , ট্রেনটি সান্তাহার স্টেশন হয়ে পৌঁতা রেলগেট অতিক্রম করার সময় একটি বগি লাইনচ্যুত হয় । পরে ট্রেনের কর্মীরিা বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেন ।
আজ সকাল ৯টার দিকে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা হয় । এখনও উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহী, ঢাকা ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে ।
ওসি মনিরুল বলেন ,ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে গিয়েছে । কিন্তু কখন যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না ।