জীবননগরে বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ৪

রবিবার বিকেল ৫ টার দিকে চুয়াডাঙ্গায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ নিহত ৪ ও আহত ২ জন । দুর্ঘটনা ঘটে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মোল্লাবাড়ি নামক স্থানে । পরে জীবননগর ও দর্শনার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয় ।
নিহতের মধ্যে রয়েছে , উপজেলার উথলী মালোপাড়ার রবিউল ইসলাম (২৭), তার স্ত্রী শ্যামলী খাতুন (২২) ।অন্যদের পরিচয় পাওয়া যায়নি । আহত তৌফিক (৬) ও আরও একজন ।
প্রত্যক্ষদর্শীবলেন , কেজিএন পরিবহনের একটি বাস জীবননগর থেকে যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল অপর দিকে হতে যাত্রী নিয়ে সিএনজিটি জীবননগরে উদ্দেশ্যে আসছিলো । বাসটি উপজেলার মোল্লাবাড়ি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দেয় ।
ঘটনাস্থলেই সিএজির ৪ জন নিহত হয় । অন্যদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা রয়েছে ।