দিনাজপুরে ছেলের হাতে বাবা খুন !

দিনাজপুরের পার্বতীপুরে ছেলের হাতে বাবা খুন হয়েছে । এ সময় গ্রামবাসী ছেলেকে ধরে পুলিশকে । ঘটনা ঘটেছে শনিবার রাতে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মহবপুর গ্রামে ।
প্রতিবেশিরা বলেন, সাদেকুল ইসলাম (৩৮) ও তার স্ত্রীর মধ্যে ছেলে-মেয়েদের লেখাপড়া নিয়ে কথা কাটাকাটি চলছিল । এর এক পর্যায়ে তার ছেলে বকুল (১৮) উত্তেজিত হয়ে কুড়াল নিয়ে এসে তার বাবাকে এলোপাতাড়িভাবে কোপাতে শুরু করে । ঘটনাস্থলেয় তার মৃত্যু হয় ।
গ্রামবাসী বকুলকে আটক করে পুলিশে সোপর্দ করে । এ সময় বকুলের মা গবি বেগম বাড়ি থেকে পালিয়ে যায়।
পার্বতীপুর থানার ওসি বলেন, এ ঘটনায় নিহতের বড় ছেলে খাদেমুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।