ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


রাজশাহীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন


২০ ডিসেম্বর ২০১৮ ০১:৩৩

ছবি সংগৃহিত

রাজশাহীতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রায় ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিজিবি সদস্যরা টহল শুরু করেছে।

অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা মাঠে থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশ ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বিজিবি মোতায়েনের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে ২০ থেকে ২৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা রাজশাহী শহর এবং ৬টি সংসদীয় আসনের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।এছাড়াও কয়েক প্লাটুন বিজিবি সদর দফতের রিজার্ভ রাখা হবে। তারা বিশেষ প্রয়োজনে বের হবেন।

তিনি আরো বলেন, মঙ্গলবার সকাল থেকে বিজিবি সদস্যরা টহল ও স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা মহানগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের সার্বিক নিরাপত্তার দিকে সতর্ক নজর রাখবেন।

এফ,আর