ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


অসুস্থ লতিফ সিদ্দিকী হাসপাতালে ভর্তি


২০ ডিসেম্বর ২০১৮ ০১:১৩

ছবি সংগৃহিত

টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আমরণ অনশনে থাকা আবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

বুধবার সকাল সাড়ে নয়টায় দিকে চিকিৎসকের পরামর্শে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

 

গতকাল তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে মেডিকেল টিম স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তখন তিনি রাজি ছিলেন না। ধীরে ধীরে তাঁর অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।

 

ডাক্তার বলেন ,তার হৃদস্পন্দন কমে গেছে, রক্তচাপও বেড়েছে ।এর আগেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে ।এছাড়াও তার ধমনিতে দুটি স্টেন্ট পরানো রয়েছে। ঠিক মতো ওষুধ খাওয়া তাঁর শ্বাস কষ্টও হচ্ছে। তাঁর কর্মী-সমর্থকেরা আজ তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।