ফতুল্লায় একই পরিবারের আগুনে দগ্ধ ৯

বুধবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লায় একই পরিবারের ৯ জন আগুনে ঝলসে গিয়েছে। মশার কয়েল থেকে আগুন লাগে বলে জানা যায় । ঘরের থাকা অন্যান্য জিনিসগুলোও পুড়ে গিয়েছে।
ঘটনা ঘটেছে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় জাকির মিয়ার বাড়িতে ।
তাদের ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।তারা হলো- রমিত (১৪), শাওন (১০), অর্চন (২৮), অর্পিতা (১০), শ্রীনাথ (৩৫), ও হরিদাস (৫৫) অনামিকা (১৫), সুম্মিতা
।
আশেপাশের প্রতিবেশীরা বলেন যে, ঘুমানোর আগে পরিবারটি মশার কয়েল জ্বালিয়ে রেখেছিল।পরে আগুন তাদের কাপড়ে ও আসবাবপত্রে ধরে যায়। আশপাশের লোকজন তাদের চিৎকারে শুনে গিয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঢামেকের নিরাপত্তা বিভাগের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন,তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে তাদের শ্বাসনালির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এখন থারা হাসপাতালে চিকিৎসাধীন আছে । পরে এ বিষয়ে আরো জানা যাবে তাদের কাছ থেকে।