ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


কালীগঞ্জে গাছের ডাল পড়ে গৃহবধূর মৃত্যু


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০৬

ঝিনাইদহের কালীগঞ্জে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে ফাহমিদা বেগম (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে শহরের নতুন বাজারে ছাগলের গোশ কেনার সময় একটি বড় কড়াই গাছের ডাল মাথায় পড়লে তিনি নিহত হন। নিহত গৃহবধূ কালীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রউফের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী রাজ্জাক টেলিকমের আব্দুর রাজ্জাক জানান, নিহত গৃহবধূ নতুন বাজারের রনোর গোশের দোকানের সামনে দাঁড়িয়ে গোশ কিনছিলেন। সে সময় দোকানের উপর থাকা কড়াই গাছের একটি মরা বড় ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে। উপস্থিত মানুষ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অরুন কুমার দাস মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, নতুন বাজারে গোশ কেনার সময় একটি কড়াই গাছের মরা ডাল ভেঙ্গে পল্লী বিদ্যুতের ডিজিএম এর স্ত্রীর মাথার উপর পড়ে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি খুবই দুঃখজনক।

আইএমটি