ভীমরুল কেড়ে নিল শিশুর প্রাণ

সিরাজগঞ্জ সদর উপজেলার ভীমরুলের কামড়ে মোহাম্মদ আলী (৫) নামের এক শিশু প্রাণ হারিয়েছে । এ ঘটনায় আসিফ (১১) নামে আরো এক শিশু আহত হয়েছে।
মোহাম্মদ আলী মিয়াত ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের মমতাজ খন্দকারের ছেলে। আহত আসিফ একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল মতিন জানান, বুধবার দুপুরে (০৫ সেপ্টেম্বর) বাড়ীর কাছেই খেলা করছিল ওই ২ শিশু। এ সময় রাস্তার পাশের গাছে থাকা ভীমরুলের ঝাঁক এসে তাদের হুল ফোঁটালে তারা অচেতন হয়ে পড়ে । স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মিয়াত মারা যায়।
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ লিয়াকত আলী জানান, শিশু মিয়াতের শরীরে ভীমরুল প্রায় ৩৫টি হুল ফোঁটায়। ভীমরুলের কামড়ে বিষক্রিয়া পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এসএমএন