বেনাপোল সীমান্তে ইউএস ডলারসহ ২ পাচারকারী আটক

যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্টে ভারত হতে বাংলাদেশে পাচার হয়ে আসা ৮৯৮০০ ইউএস ডলার সহ ওবাদুর রহমান ও মাসুদ মোল্লা নামে দুই ডলার পাচারকারীকে আটক করেছে বিজিবির।
বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়। আটক ওবাদুর রহমান ও মাসুদ মোল্লা নড়াইল জেলার খাসিয়াল নরাগাছি গ্রামের মৃত আমির হোসেন ও কাওসার মোল্লার ছেলে।
৪৯ বিজিবি আমড়াখালী চেকপোষ্টের সুবেদার মিজানুর রহমান জানান, তাদের কাছে গোপন খবর আসে, ভারত থেকে বিপুল পরিমানের ইউএস ডলারের চালান বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোষ্টের সামনে দিয়ে লোকাল বাসে যাবে।
এমন সময় ফোর্স নিয়ে লোকাল বাসে অভিযান চালিয়ে ৮৯৮০০ ডলারসহ দুইজনকে আটক করা হয়। যা বর্তমান বাংলাদেশি টাকায় মুল্য ৭৫ লক্ষ ৪৩ হাজার ২০০ টাকা।
আটক ওবাইদুর ও মাসুদের বিরুদ্ধে মুদ্রা আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
আইএমটি