বাগেরহাটে গণসংযোগকালে ধানের শীষ প্রার্থীর ওপর হামলা: আহত ৪

বাগেরহাট-৪ আসনের মোরেলগঞ্জ উপজেলায় নির্বাচনী গণসংযোগকালে সন্ত্রাসী হামলায় ধানের র্শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আবদুল আলীম ও তাঁর তিন কর্মী আহত হয়েছেন।
গতকাল উপজেলা সদরের কাপুড়িয়াপট্টি এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। এতে আবদুল আলীম ছাড়াও আহত হন দলীয় কর্মী আল-আমীন (২৫), রাকিব (২৩) ও রাহাত (২৩)।
তাঁদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ হামলার জন্য এই আসনের আওয়ামী লীগ প্রার্থী সাংসদ ডা. মোজাম্মেল হোসেনের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন আবদুল আলীম।
এ সময় হামলাকারীরা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলেও অভিযোগ আক্রান্তদের।
এ বিষয়ে জানতে চাইলে সন্ত্রাসী হামলার ব্যাপারে অবগত নন বলে জানান বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু।
তিনি বলেন,দলের কাউকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এদিকে এ হামলায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।