আবারো রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নাদিম
_09-12-18-1_(2)-2018-12-09-21-06-27.jpg)
অবশেষে রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনে আবারো বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
নজরুল ইসলামের পরিতর্তে নাদিম মোস্তফাকে এবার চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন (২ ডিসেম্বর) ঋণ খেলাপীসহ কয়েকটি কারণে তার মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা।
এর পর গত শুক্রবার নাদিম মোস্তফাকে সরিয়ে এ আসনে নজরুল ইসলাম মন্ডলকে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।
এদিকে, গতকাল শনিবার আপিল শুনানির পর রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী নাদিম মোস্তফা তার মনোনয়নপত্র ফিরে পান।
মনোনয়নপত্র ফিরে পাওয়ায় পর এ আসনে ফের নাদিম মোস্তফাকে চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি।
উল্লেখ্য, নাদিম মোস্তফা রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুরের ২ বার এমপি ছিলেন তিনি ।