ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


চলছে আমন ধান ঘরে তোলার ধুম


১০ ডিসেম্বর ২০১৮ ০৭:০৪

গ্রামের প্রত্যেকটি বাড়িতেই এখন ধান ঝাড়ার ও ঘরে তোলার ধুম চলছে।

হেমন্তে সোনালী ধানের মিষ্টি গন্ধে মেতে উঠেছে বাংলার জনপদ।

মাঠে মাঠে এখন রোপা আমন ধান কাটা ও ঘরে তোলার কাজ চলছে পুরোদমে ।

যশোর অঞ্চলের কৃষকেরা ব্যস্ত সময় পার করছে ধান কাটায় এবং পরিবারের কৃষাণীরাও ব্যস্ত হয়ে পড়েছে ধান ঝেড়ে ঘরে তোলার কাজে।

আবহাওয়া অনুকূল থাকায় এবার নির্বিঘ্নে ধান কাটা ও ঘরে তোলার কাজ করছে বাংলার কৃষকেরা।

তাদের দাবি, ধান উৎপাদনে এবার বাম্পার ফলন হয়েছে।

তবে অভিযোগের দৃষ্টিও ছিলো ধানের দাম নিয়ে।

আনজির নামে এক কৃষক নতুন সময়কে জানিয়েছেন, এবার আমন ধানে ফলন ভালো হলেও সেই তুলনায় দাম পাচ্ছেন না তারা।

সামনে ভোটের কারণে দাম বাড়ছে না বলে অভিযোগ তার।

তথ্য মতে, বিঘা প্রতি ধান করতে খরচ হয়েছে (সব মিলিয়ে) ১৩ থেকে ১৪ হাজার টাকা প্রায়।

তবে মৌসুম শেষে বিঘা প্রতি লোকসান হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকার মত।

খেটে খাওয়া মানুষদের এই লোকসান ক্ষুদ্রভাবে না দেখে, সমাজের বিত্তশালী ও রাষ্ট্রীয় ভাবে পদক্ষেপ নেওয়া দাবী বাংলার কৃষকদের।