সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
রোববার সকালে সাতক্ষীরা পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।
এরপর বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সমাজের সকল স্তর থেকে দুর্নীতি দুর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জিয়াউল ইসলাম, কিশোরী মোহন সরকার প্রমুখ।