উদীচী ট্র্যাজেডি দিবস:পাঁচমিনিট স্তব্ধ ছিল নেত্রকোনা

সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতাকে রুখে দাঁড়াবার দৃঢ় প্রত্যয়ে শনিবার(৮ ডিসেম্বর) ‘নেত্রকোনা ট্র্যাজেডি দিবস’ পালিত হয়েছে।
২০০৫ সালের ৮ ডিসেম্বর স্থানীয় উদীচী কার্যালয়ে জঙ্গী হামলায় নিহতদের স্মরণে ‘নেত্রকোনা ট্র্যাজেডি দিবস পালন কমিটি’ বরাবরের মতো নানা কর্মসূচীর মধ্য দিয়ে এ দিনটি পালন করে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদযাপন কমিটি, জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, উদীচী, মুক্তিযোদ্ধা সংসদ, হায়দার-শেলী সঙ্গীত বিদ্যানিকেতন, শতদল সাংস্কৃতিক একাডেমি, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ সাহিত্য সমাজসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদীচী কার্যালয়ের পাশে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ১০টা ৪৫ মিনিটে শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তায় দাঁড়িয়ে পাঁচ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে পালিত হয়‘স্তব্ধ নেত্রকোনা’কর্মসূচী।
ওই পাঁচ মিনিট শহরের রাস্তাগুলোতে কোন যানবাহন চলেনি।
কর্মব্যস্ততা ফেলে সাধারণ মানুষও নীরবতা পালন কর্মসূচীতে অংশ নেন।
সকাল ১১টায় বের করা হয় সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী বিক্ষোভ মিছিল।
বিকেলে শহীদ মিনারে অনুষ্ঠিত হবে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।