ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে জেএমবি সদস্য গ্রেফতার


৯ ডিসেম্বর ২০১৮ ০৩:২৭

প্রতীকি ছবি

ঝিনাইদহে জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গেল রাতে সদর উপজেলার চন্ডিপুর বাজার থেকে মিলন হোসেন নামের ওই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে সদর উপজেলার চন্ডিপুর বাজারে অভিযান চালায় তারা।

এসময় মিলন হোসেনকে গ্রেফতার করা হয়।

এই সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ টি জিহাদী বই, ৩টি কম্পিউটারের হার্ডডিক্স ও ১ টি মোবাইল।

মিলন হোসেন কম্পিউটারের দোকানে ব্যবসার পাশাপাশি জেএমবি কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানায় র‌্যাব।