অস্ত্রসহ জেএমবির পাঁচ সদস্য গ্রেপ্তার

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির গোদাগাড়ীর শীর্ষ নেতা আমিনুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত থেকে শুক্রবার (৩১ আগস্ট) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।
র্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের চর কোদালকাঠী মধ্যচরে অভিযান চালিয়ে জেএমবির শীর্ষ নেতা আমিনুলসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারদের কাছ থেকে অস্ত্র, উগ্রবাদী বই, লিফলেট ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আইএমটি