বেনাপোলে পরিত্যাক্ত অবস্থায় আগ্নেয় অস্ত্র ও গুলি উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল ও দু’রাউন্ড গুলি উদ্ধার করেছে।
শুত্রবার সকাল সাড়ে ৭টা দিকে খোলসীর অভয়বাসে জাহিদের বাড়ির সানসাইটের উপর থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করে পাঁচ ভুলোট বিজিবি ক্যাম্পের সদস্যরা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন ইমরান উল্লাহ সরকার জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পাঁচভুলোট বিওপি’র সদস্যরা অভয়বাস গ্রামের জাহিদের বাড়িতে অভিযান চালায়।
এসময়ে তার বাড়ির সানসাইটের উপর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় একটি ভারতীয় পিস্তলও সিগারেটের খোলের ভিতর থেকে দু’রাউন্ডগুলি উদ্ধার করে।
পরে অজ্ঞাত পরিচয়ে অস্ত্র মামলা দিয়ে আগ্নেয় অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।