ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


নেত্রকোণায় দশম শ্রেণীর প্রতিবন্ধি ছাত্রী ধর্ষণকারী আটক


৭ ডিসেম্বর ২০১৮ ০৮:০০

প্রতিকী ছবি

নেত্রকোণায় গত মঙ্গলবার প্রেমের প্রলোভন দেখিয়ে মদন তিয়শ্রী এন.এইচ খান একাডেমীর দশম শ্রেণীর এক প্রতিবন্ধি ছাত্রী ধর্ষিত হয়েছে।

থানা সূত্রে জানা যায় কাইটাইল গ্রামের সুনীল চন্দ্রের ছেলে পলাশ (৩০), বাস্তা গ্রামের নুরুজ্জামানের ছেলে হারুন (২৮) মোটরসাইকেলে বাড়ীভাদেরা হাওড়ে গাছতলায় নিয়ে গিয়ে তাকে ধর্ষন করে।

ধর্ষিতা পরদিন বুধবার বীর মুক্তিযোদ্ধা এ রহিম চৌধুরী প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি উজ্জল রহিম ও সহকারী শিক্ষক সুদর্শন আচার্য্যর সাথে যোগাযোগ করে। তারপর ধর্ষনের বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মদন থানার ওসি তদন্ত করার আজহারুল ইসলামকে নির্দেশ দেন।

ধর্ষিতা বাদী হয়ে মদন থানায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনে মামলা করলে ওসি তদন্ত আজহারুল ইসলাম ও এসআই শরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

আজ বৃহস্পতিবার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলায় ধর্ষকদের কোর্টে প্রেরণ করে। প্রতিবন্ধি ধর্ষিতাকে শারীরিক পরিক্ষার জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়।

এব্যাপারে ধর্ষিতার মা সুলেহা দাবি জানান আমার প্রতিবন্ধি মেয়ে যাতে সুবিচার পায়।

এফ,আর