প্রতিবেশীর হামলায় নারী ক্রিকেটার গুরুতর আহত

প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়েছেন মাগুরা সদরে ১০ম শ্রেণিতে পড়ুয়া সারদা আক্তার (১৬) নামে এক নারী ক্রিকেটার।
বুধবার আঙ্গারদাহ গ্রামে(০৫ সেপ্টেম্বর) নিজ বাড়িতে এ হামলার শিকার তিনি। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারদার বড় বোন নার্গিস আক্তার জানান, জমি জায়গা নিয়ে চাচা বকুল বিশ্বাসের সঙ্গে তাদের দ্বন্দ্ব রয়েছে। সারদা বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তালিকাভুক্ত নারী ক্রিকেটার। এবং বিকেএসপি প্রশিক্ষার্থী।
বুধবার বিকালে চাচা বকুল বিশ্বাসের নেতৃত্বে ২০-২৫ জন ব্যাক্তি তাদের পরিবারের সদস্যদের উপর হামলা করলে ৬ সদস্য আহত হন। সারদার মাথায় উপর্যুপরি লাঠিপেটা করায় তার নাক, মুখ দিয়ে রক্ত বের হয়ে অচেতন হয়ে পড়েন।
নার্গিস আরো জানান, বর্তমানে ক্রিকেটের প্রশিক্ষণে বিকেএসপিতে আছেন। কয়েকদিন আগে ছুটিতে বাড়ি এসেছেন।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মসিউর রহমান বলেন, সারদার মাথা ও নাকে আঘাত রয়েছে যে কারণে তার অবস্থা শংকামুক্ত নয়। প্রয়োজনে তাকে চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি পুলিশ জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএমএন