ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে পিস্তলসহ আটক এক যুবক


৬ ডিসেম্বর ২০১৮ ২৩:১৫

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশী পিস্তলসহ আব্দুস সালাম (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) ভোরে বেনাপোলের সাদিপুর গ্রামের বেলতলার মোড় এলাকার নিজ বাড়ি থেকে অস্ত্রসহ সালামকে আটক করে ।

সে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মোঃ আলীর ছেলে ও চেকপোস্ট বাজারে ভাজা মুড়ি ব্যবসায়ী এর আড়ালে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে অনেকে জানিয়েছে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদিপুর গ্রামের সালাম ভারত থেকে অস্ত্র এনে তার বাড়ির রান্নাঘরে রেখেছেন।

এমন সংবাদে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম, হাবিলদার কেরামত আলী, ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম, সিপাহী সিদ্দিকুর রহমান ও সিপাহী ইমরান হোসেন বেনাপোল সাদিপুর গ্রামের বেলতলা পাড়ায় সালামের বাড়ির রান্না ঘরে অভিযান চালিয়ে অস্ত্র সহ সালামকে আটক করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

এমএল