ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


বিএনপির নাদিম ও চাঁদের ইসিতে আপিল আবেদন


৬ ডিসেম্বর ২০১৮ ০৫:২৬

রাজশাহীর হেবিওয়েট বিএনপি নেতা নাদিম মোস্তফা ও আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়ন ফিরে পেতে আপিল আবেদন করা হয়েছে।

গতকাল বুধবার সকালে তাদের পক্ষে আপিল আবেদন করা হয়।

এর আগে বাছাইয়ে আবু সাইদ চাঁদের মনোনয়নপত্র বাতিল করে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

আবু সাইদ চাঁদের পক্ষ থেকে তার প্রতিনিধি জালাল উদ্দিন আপিল আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহীর ছয়টি আসনে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে সর্বমোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

গত ২৮ নভেম্বর পর্যন্ত এসব প্রার্থী মনোনপত্র জমা দেন। এর মধ্যে সর্বাধিক বিএনপির প্রার্থী।

দলটির মনোনীত ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এর মধ্যে হেভিওয়েট তিনজনসহ বাতিল হয় ৭ জনের মনোনয়পত্র।

ফলে বিএনপির এখন ৯ জন প্রার্থী আছেন ছয়টি আসনে।

তবে বর্তমানে রাজশাহীর হেভিওয়েট তিন প্রার্থীর মনোনয়ন ঝুলে আছে নির্বাচন কমিশনের কাছে।

এই তিন প্রার্থীরা হলেন, রাজশাহী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি নাদিম মোস্তফা ও রাজশাহী-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ।

এদের মধ্যে ব্যারিস্টার আমিনুল হক মঙ্গলবার নির্বাচন কমিশনের আপিল আবেদন করেছেন।

বুধবার সকালে আপিল আবেদন করেছেন নাদিম মোস্তফা ও আবু সাইদ চাঁদ।

রাজশাহীতে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া অপর চার প্রার্থী হলেন, রাজশাহী-১ আসনে শাহাদৎ হোসেন, রাজশাহী-৩ আসনে মতিউর রহমান মন্টু, রাজশাহী-৪ আসনে আব্দুল গফুর ও রাজশাহী-৫ আসনে আবু বাক্কার সিদ্দিক।